মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ ছাড়া আজ খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে দলটির প্রার্থী অ্যাডভোকেট হেলাল হোসেন এবং খুলনা-৬ আসনের মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।
আরও পড়ুন : এনসিপি-এলডিপি জোটে যোগ দিয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াত আমির
মনোনয়নপত্র জমা দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি এখন পরিবর্তন চায়। যারা অতীতে ক্ষমতায় ছিল তাদের দ্বারা পরিবর্তন সম্ভব না। নতুন জোটই পরিবর্তন আনতে পারবে।
দেশের অইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াত সেক্রেটারি।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা