দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার হোসেন
সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাগুলোর অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে মামলা দুইটির চার্জশিট দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)