৬৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে, লিখলেন তারেক রহমান
বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। আজ সকালে বাংলাদেশের আকাশসীমায় বিজি২০২ ফ্লাইটটি প্রবেশের সাথে সাথে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের ফ্লাইটটি বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
সিলেটে প্রায় এক ঘণ্টার একটি যাত্রাবিরতি শেষে আজ দুপুর ১২টার মধ্যে এটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানের ভেতরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের নিরাপত্তায় এবং বরণ করে নিতে এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি।
ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সড়কপথে ৩০০ ফিট এলাকার সংবর্ধনা সমাবেশের উদ্দেশ্যে রওনা দেবেন।
তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের প্রতিটি জেলা থেকে বাস, বিশেষ ট্রেন, লঞ্চ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চেপে লাখো নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরের বাইরে এবং সমাবেশস্থলে লাখ লাখ মানুষ প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নিজস্ব প্রতিবেদক