দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই : জাইমা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশ ও জনগণের জন্য কাজ করার জোরালো সংকল্প ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর একটি বিশেষ উদ্ধৃতি সংবলিত পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের কল্যাণে নিজের সর্বস্ব দিয়ে ভূমিকা রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
এর আগে জাইমা রহমান তার নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “অনেকগুলো বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ, আমি ‘দাদু’র পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।” তিনি আরও জানান, নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে প্রিয় বাংলাদেশকে নতুনভাবে জানতে এবং মানুষের সাথে সরাসরি কথা বলে তাঁদের পাশে দাঁড়াতে তিনি আগ্রহী।
সকালে দেওয়া দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসটিতে জাইমা রহমান তাঁর দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি জানান, দাদুর মমতাময়ী অভিভাবকত্ব এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার গুণ থেকেই তিনি নেতৃত্বের প্রথম পাঠ পেয়েছেন। প্রবাসে দীর্ঘ ১৭ বছর কাটালেও তাঁর হৃদয় ও মন সব সময় বাংলাদেশেই ছিল।
জাইমা রহমানের বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিএনপির কর্মী-সমর্থক এবং সাধারণ নেটিজেনরা পোস্টটিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই সক্রিয়তা আগামীর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক