খুনির বিচার করতে পারে না, এই সরকার কিসের নির্বাচন করবে : জুমা
ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, খুনির বিচার করতে পারে না, এই সরকার কিসের নির্বাচন করবে? আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই কথা বলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে জুমা বলেন, ‘আইন উপদেষ্টা, আপনার ক্ষমতা আর কয়দিন যে আপনি ৯০ দিনের কথা বলেন? আগামী এক মাস মানে এক মাসের মধ্যেই বিচার করতে হবে। আমাদের বিচার লাগবে এবং তা এক মাসের মধ্যেই।’ তিনি আরও যোগ করেন, ‘ভাববেন না আপনারা নির্বাচন দিয়ে পালিয়ে যাবেন। আপনাদের পালাতে দেব না। আপনারা যাওয়ার আগে বলে যেতে হবে কারা আপনাদের কাজ করতে দিচ্ছে না।’
জুমা আরও বলেন, শুটার ফয়সালসহ পুরো টিমকে গ্রেপ্তার করে আগামী এক মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। দেশে গুলি করে মানুষ মারা হচ্ছে। সরকার কিসের স্থিতিশীলতা রাখছে দেশে?
বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় দেরি হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক