ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার আরও ৩
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট দশজনকে গ্রেপ্তার করা হলো।
আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস ইউং এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়।
পুলিশের হাতে নতুন করে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল।
এর আগে একই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। র্যাবের জালে ধরা পড়া আসামিরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির দিপু চন্দ্র দাস নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। গতকাল শুক্রবার নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় মামলা করেন।

নিজস্ব প্রতিবেদক