ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শাহবাগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কাইয়ুমের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ জড়ো হয় শাহবাগে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ হয়ে উঠেছে জনসমুদ্রে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেখা যায়, হত্যাকারীদের বিচারের দাবিতে দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল রাজধানীর বায়তুল মোকাররম, নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব এলাকা হয়ে শাহবাগে জড়ো হয়। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়। হাদির মৃত্যুর পর ছাত্র-জনতা সকাল থেকে দুপুরে শাহবাগ চত্বরে জুমার নামাজ আদায় করেন। শাহবাগে জুমার নামাজের ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম। এ সময় ওসমান শরিফ হাদির গায়েবানা জানাজা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ ছাড়া ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সমাবেশে।
এদিকে দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে।

নিজস্ব প্রতিবেদক