হাদির মৃত্যুতে যা বললেন মিজানুর রহমান আজহারী
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পরিচিত নেতা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ ও আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে হাদির কফিনের একটি ছবি শেয়ার করে তিনি কবি গোলাম মোস্তফার বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করে লেখেন, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।’ তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। হাজার হাজার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে দেওয়া পৃথক এক পোস্টে মিজানুর রহমান আজহারী হাদিকে জুলাই বিপ্লবের অগ্রগণ্য শহীদদের কাতারে স্থান দিয়ে লেখেন, ‘আবারও মুগ্ধ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন—ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
জনপ্রিয় এই ইসলামী আলোচক মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন হাদির এই মহান আত্মত্যাগকে কবুল করেন এবং তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে জান্নাতের মেহমান বানিয়ে নেন।
এর আাগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক