বিএনপিতে যোগ দিলেন কৃষকলীগের দুই নেতা
জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতা দল ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল নবাগত নেতাদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারী দুই নেতা হলেন, উপজেলা শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও শহর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন।
দলীয় সূত্র জানায়, তারা দুজনই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক চাপ ও পারিপার্শ্বিক কারণে ২০১৮ সালে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আবারও বিএনপিতে ফিরে আসেন তারা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাদের এই প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হবে।’

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)