হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সলের বাবা-মা স্বীকারোক্তি দিতে আদালতে
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় প্রধান আসামি ফয়সলের বাবা-মাকে স্বীকারোক্তি দিতে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তি দিবেন।
স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে এসে গুলি করা হয়। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন হাদি।

আদালত প্রতিবেদক