‘আমরা নিরাপদ না থাকলে দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না’
চব্বিশের জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা নিরাপদ না থাকলে এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ৫ আগস্ট-পরবর্তী যখন আমাদের হাতে ক্ষমতা ছিল, সারাদেশে সব আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে দেওয়ার কথা, তখন আমরা সংযত হয়েছি, তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমাদের ক্ষমা করে দেওয়া যদি ভুল হয়, আমরা আমাদের শত্রুদের ছাড়ব না।
সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা মুজিববাদবিরোধী লড়াইয়ে পিছিয়ে আছি। খুবই সংকটময় মুহূর্ত সামনে।

নিজস্ব প্রতিবেদক