হাদিকে হত্যাচেষ্টা : শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু
শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ চলছে। ছবি : এনটিভি অনলাইন
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সমাবেশে সভাপতিত্ব করছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদী হাদি’সহ নানান স্লোগান দেন।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক