হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেলে
শরিফ ওসমান হাদির ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। এনসিপির মিডিয়া সেলের সদস্য মিরাজ মিয়া এ তথ্য জানান।
আরও পড়ুন : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালেয় ডাকসুর নেতারা
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই।

নিজস্ব প্রতিবেদক