জনতা ব্যাংকের সাবেক পরিচালক রমণীমোহন কারাগারে
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক পরিচালক ড. রমণীমোহন দেবনাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, আদালতে আজ আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে আজ আদালতে আসামিকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়। তিনি প্যারালাইসিস রোগী বলে আদালতে জামিনের আবেদনের আর্জি জানান আইনজীবী বোরহান উদ্দিন।
শুনানিতে আইনজীবী বলেন, আসামি রমণীমোহন দেবনাথ বয়স্ক এবং তার দুটি কিডনি নষ্ট। সপ্তাহে তিনদিন তার ডায়েলেসিস চলছে। এছাড়া তিনি প্যারালাইসিস রোগী। আসামিকে মানবিক কারণে জামিন দেন। অপরদিকে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ রয়েছে। আসামির জামিন নাকচ চাচ্ছি।
পরবর্তীতে বিচারক আসামিপক্ষের আইনজীবীকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও অসুস্থ অবস্থায় কারাগারে পাঠানো হয়েছে। আপনাকে কারাগারে পাঠানো হলেও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। পরে বিচারক জামিনের আবেদন খারিজ করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে একই মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত কারাগারে রয়েছেন। এই মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।
অভিযোগপত্রে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে, ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকা।
অভিযোগপত্রের অন্য আসামিদের মধ্যে রয়েছেন: এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক ড. রমণীমোহন দেবনাথ সহ মোট ২৬ জন।
এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করে দুদক।

আদালত প্রতিবেদক