বাউফলে সাবেক এমপির জনসভা মঞ্চে আগুন
পটুয়াখালীর বাউফলে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সদ্য মনোনীত বিএনপি প্রার্থী সহিদুল আলম তালুকদারের জনসভা মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে জনসভার মঞ্চে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই স্থানে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাবেক সংসদ সদস্য সহিদুল আলমের।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার তাঁর ঢাকা থেকে বাউফলে আসার কথা ছিল। এদিকে সহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ার পর থেকেই অপর দুই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা—সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ তালুকদারের অনুসারীরা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সভা করে আসছেন। মঞ্চে আগুনের ঘটনার পর সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে পড়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপির অনুসারী তসলিম তালুকদার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সহিদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। তাঁর জনপ্রিয়তার কারণে তারেক রহমান তাঁকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু যারা বিভেদ সৃষ্টি করছে, তারা দলের ক্ষতি করছে।’ তিনি আরও বলেন, ‘মঞ্চ পুড়িয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। এসব করে কোনো লাভ নেই। জনগণ আমাদের সঙ্গে আছে।’
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)