সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে
রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১১ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে। এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এরপরে গত ১৩ সেপ্টেম্বর এনায়েত করিম চৌধুরী ও গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠান আদালত। একই মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হলো।

আদালত প্রতিবেদক