অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে, ইসিকে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবিলম্বে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে তাঁরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি ও উদ্বেগের কথা তুলে ধরেছেন। তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী এবং ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়। সিসিটিভি ব্যবহার করার জন্য তাঁরা জোর দাবি জানান। ইসির ব্যয়বহুলতার প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে ইসি কীভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও কথা হয়েছে। জামায়াত নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করার কথা দিয়েছে। তিনি আরও বলেন, নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে তাঁরা তা তুলে ধরবেন এবং ইসি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এ ছাড়াও, কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পক্ষপাতিত্ব আছে এমন কাউকে (যদি কোনো দলের মালিকানায় কোনো ব্যাংক থাকে) নিয়োগ দেবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল হবে কিনা, তা নিশ্চিত হতেই তাঁরা এসেছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভোট নিয়ে কোনো আশঙ্কা ফিল করছি না, তারা কথা দিয়েছেন। আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই। আমি মনে করি ইসি জাতির অংশ। তারা শপথের ওপরে থেকেই দায়িত্ব পালন করবে।’

নিজস্ব প্রতিবেদক