নীলফামারীতে নির্মিত হচ্ছে এক হাজার শয্যার হাসপাতাল : তৌহিদ হোসেন
চীনের অর্থায়নে নীলফামারীতে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে যে প্রার্থীর হারার সম্ভাবনা রয়েছে, তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় তৌহিদ হোসেন প্রাথমিক শিক্ষার অবস্থা খারাপ বলে মন্তব্য করেন। রংপুর বিভাগে উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন করে চিকিৎসা সুবিধা বাড়ানোরও তাগিদ দেন তিনি।
গত তিনদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা সফর করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এ কে এম মঈনুল হক, রংপুর