তফসিলের আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসি
নির্বাচনের তফসিলের বিষয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ কিংবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় এই সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় ইসি সচিব এ কথা জানান।
দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সচিব বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয় তুলে ধরে ইসি সচিব বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।
প্রবাসী ভোটের বিষয় আখতার আহমেদ বলেন, প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে সেই ব্যালটের কোন কোন ব্যালট বাদ যাবে এবং কি পদ্ধতিতে গণনা করা হবে সে বিষয় একটা সংশোধনী ছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক