খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পরপর প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়াকে দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। আজ বুধবার সকালে তিনি ঢাকায় পৌঁছেন। এর মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞ দলের কার্যক্রম আরও জোরদার হলো।
এদিকে চীন থেকে অন্য একটি বিশেষজ্ঞ দলও আজই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এই বিদেশি বিশেষজ্ঞ দলগুলো বর্তমান মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন।
এর আগে খালেদা জিয়াকে দেখতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা আশা রাখি, দোয়া করি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন ইনশায়াল্লাহ।
এছাড়া মঙ্গলবার বিএনপি চেয়ারপাসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান।

নিজস্ব প্রতিবেদক