চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহীন শিকদার (২৮)। তিনি ওই ইউনিয়নের গজগাঁ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতরা হলেন—গজগাঁ গ্রামের সুমন, পারভেজ এবং ইনামুল। তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার গভীর রাতে পাঁচজন ব্যক্তিকে উপজেলার দেবীনগর গ্রামের রাস্তায় এলোপাতাড়িভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা এরপর তাদের পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয়। এদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে গেলেও অপর চারজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে শাহীন শিকদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর তিন আহত সুমন, পারভেজ ও ইনামুলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তারা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। গণপিটুনির এই ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর