নভেম্বর এলেই ভাগ্য ফিরে আসে আব্দুল গনির
নভেম্বর মাস এলেই ভাগ্য ফিরে আসে কক্সবাজারের সেন্টমার্টিনের জেলে আব্দুল গনির। গতকাল শনিবার (২২ নভেম্বর) তাঁর জালে ধরা পড়েছে ৩৩ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ‘কালো পোয়া’। এর দাম হাঁকছেন তিনি ১২ লাখ টাকা।
জেলে আব্দুল গনি জানান, কয়েক বছরে তিনি পোয়া মাছ বিক্রি করে মোট ৩৩ লাখ টাকা আয় করেছেন।
সেন্টমার্টিনের দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল গনির মালিকানাধীন ফিশিং ট্রলারে জেলেদের জালে প্রতি বছরই বড় পোয়া মাছ ধরা পড়ে। ২০১৮ সাল থেকে নভেম্বর এলেই যেন ভাগ্যের চাকা ঘুরে যায় তাঁর।
আব্দুল গনি জানান, সেন্টমার্টিনের গভীর সাগরে ফেলা তাঁর জালে এবার ধরা পড়েছে একটি ‘কালা পোয়া’। ৩৩ কেজি ৮০০ গ্রাম ওজনের এই মাছটি তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। মাছটি বর্তমানে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য কোল্ডস্টোরে ফ্রিজিং করে রাখা হয়েছে।
আব্দুল গনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে আমার জালে ১০টি বড় পোয়া মাছ ধরা পড়েছিল। ১০টি পোয়া মাছের ওজন ছিল ১১৫ কেজি, যা বিক্রি হয় আট লাখ টাকায়। তার আগে ২০২২ সালের নভেম্বরে ৬০ কেজি ওজনের দুটি পোয়া মাছ বিক্রি হয়েছিল নয় লাখ টাকায়। ২০২০ সালের নভেম্বরে একটি ৩০ কেজির পোয়া মাছ বিক্রি হয়েছিল ছয় লাখ টাকায় এবং ২০১৮ সালের নভেম্বরে ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলাম ১০ লাখ টাকায়।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘এটি ভাগ্যের ব্যাপার, তবে তাঁর নিজস্ব কৌশলও থাকতে পারে। এই কালো পোয়া মাছের বায়ুথলী দিয়ে ওষুধ এবং সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় এর এত দাম।'

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)