টিএসসিতে বড় পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে শেখ হাসিনার রায়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে টিএসসির পায়রা চত্বরে গিয়ে দেখা গেছে, সেখানে পূর্ব পাশে একটি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে ও সামনে সারিবদ্ধভাবে চেয়ার রাখা হয়েছে। ঢাবি শিক্ষার্থী ছাড়াও বাইরের কিছু মানুষ রায় দেখার জন্য সেখানে জড়ো হয়েছেন।
টিএসসিতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।
উল্লেখ্য, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আলোচিত মামলার রায় ঘোষণা করছেন।

নিজস্ব প্রতিবেদক