জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ নির্বাচন কমিশনের নিবন্ধিত ১২ দলের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি। আজ শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল—এই ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
এরপর একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে।
নির্বাচন কমিশনে ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

নিজস্ব প্রতিবেদক