নভেম্বরের শেষে নতুন পোশাক পাচ্ছে পুলিশ
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ইউনিফের্মে কাজে ফেরার কথা ছিল বাংলাদেশ পুলিশের সদস্যদের। তবে পোশাক তৈরির কাজ শেষ না হওয়ায় তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধারণা করা হচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ নতুন পোশাক তৈরির কাজ সম্পন্ন হতে পারে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সদস্যের জন্য এখনও নতুন পোশাক তৈরি সম্পন্ন না হওয়ায় আপাতত সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) অন্যান্য মেট্রোপলিটন ইউনিট এবং বিশেষ ইউনিটের সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পরবর্তীতে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, আমরা কাপড় হাতে পেয়েছি। পোশাক তৈরির কাজ চলমান রয়েছে। আশা করছি, নভেম্বরের শেষ নাগাদ নতুন ইউনিফর্ম তৈরির কাজ শেষ হবে।
উল্লেখ্য, রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা এখন থেকে গাঢ় নীল ও সবুজ রঙের পুরোনো পোশাকের পরিবর্তে লোহার রঙের নতুন পোশাক পরবেন। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনী নানা কারণে সমালোচনার মুখে পড়েছিল। সেই সময় থেকেই বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন পোশাকের অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক