প্রবাসী ছেলের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে পুত্রবধূ আনলেন বাবা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শান্ত-স্নিগ্ধ গ্রামগুলোতে এমন কোলাহল কোনো দিন দেখা গেছে কি না, মনে করতে পারেন না কেউ। ভোর থেকেই উত্তর ছেংগারচর এমএম কান্দি ও রুহিতার পাড় দুই গ্রামেই মানুষের মুখে মুখে একটাই খবর, আজ মাঠে নামবে হেলিকপ্টার।
বিয়েতে হেলিকপ্টার আসার খবরে বিয়ে উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই শিশু, নারী-পুরুষ সবাই জীবনের একটি বিস্ময়কর মুহূর্ত দেখার অপেক্ষায়। যথা সময়ে আকাশে দেখা গেল সেই প্রতীক্ষিত হেলিকপ্টার। অবতরণের মুহূর্তে চারপাশের ধুলিঝড় বইলেও মানুষের চোখে-মুখে ছিল শুধুই আনন্দ।
বিশেষ এ আয়োজন করেছিলেন হাজি আ. বারেক দেওয়ান তার প্রবাসী ছেলে মহিন উদ্দিন আহাম্মেদের (রাজু) বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে।
বরের বাবা বললেন, ছোটবেলায় রাজু বলত বিয়ে করব একটু অন্যভাবে। সেই স্বপ্নটাই পূরণ করলাম। আল্লাহ্ তাদের সুখে রাখুন।
অপর দিকে কনের বাড়ি রুহিতারপাড়েও হেলিকপ্টারে বর আসার অপেক্ষায় ছিল সবাই। মো. আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকাকে আকাশপথে নিয়ে যাওয়া হবে— এমন ভাবনায় কনের পরিবারসহ প্রতিবেশীরা আনন্দে আপ্লুত।
বরের ফুফাতো ভাই সুমন সরদার বললেন, রাজু সবসময় বলত, ‘আমার বিয়ে আলাদা আঙ্গিকে।’ আজ সেটাই হলো। হেলিকপ্টারে করে কনে আনায় আমরা সবাই আনন্দিত।
তিন দিনের এই বিয়ের আনুষ্ঠানিকতার সবকিছুতেই ছিল আনন্দ। গ্রামের মানুষ এমন বিয়ে দেখে খুশি।

শরীফুল ইসলাম, চাঁদপুর