বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ নেতাকর্মী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর জামায়াতে ইসলামীর ২০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগদান করেন। একই সময় তারা বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।
আরও পড়ুন : মসজিদের ইমামকে ওমরাহ করতে পাঠাচ্ছেন প্রবাসীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ কোরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার সহ-সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী ও দর্শনা পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হামিদ। এছাড়া কয়েকজন শিক্ষক রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আরাফাত হোসেন প্রমুখ।
আরও পড়ুন : শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা আরও কমতে পারে
বিএনপিতে যোগদান করা ব্যক্তিরা বলেন, মাহমুদ হাসান খান বাবু বিশিষ্ট ব্যক্তি। তিনি সৎ মানুষ। আমরা তার পাশে থাকতে চাই।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)