দূরপাল্লার যাত্রী কম, রাজধানীতে গণপরিবহণ সীমিত
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত 'ঢাকা লকডাউন' কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে। তবে, রাজধানীতে বাস চলাচল করছে সীমিত পরিসরে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা দেখা গেছে, যাত্রীদের সংখ্যাও ছিল কম। রাজধানীর সড়কেও আজ মানুষ কম। বাসও কম। শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা। তবে, সাধারণ যাত্রীদের মধ্যে ভয় কাজ করছে কিছুটা।
জানা যায়, যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক দূরপাল্লার বাস ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত ট্রিপে যাত্রী পরিবহণ করছে।
রাজধানীর কারওয়ান বাজার থেকে বনানী যাওয়ার কথা আব্দুল আলিমের। তিনি বলেন, ‘বাস কম। কিছু সময় দাঁড়িয়ে থেকে রিকশায় উঠেছি। ভাড়া যাচ্ছে বেশি এই আর কি।’
শাহবাগে দাঁড়িয়ে আয়ুব নবী নামের এক রিকশাচালক বলেন, ‘যাত্রী আজ কম। মানুষ ভয়ে আছে। দেড় ঘণ্টায় ৩৫০ টাকার মতো আয় করেছি। ভাড়া একটু ধরে দিচ্ছে।’
অন্যদিকে, দূরপাল্লার যাত্রী কম বলে বাস কাউন্টারে কথা বলে জানা গেছে। সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইনের কল্যাণপুর কাউন্টারের ম্যানেজার মো. বাবু বলেন, ‘আজ যাত্রী কম। বাসও কম ছাড়ছি। সকালে বাস ছাড়ার কথা থাকলেও যাত্রী ছিল না তেমন। এক-দুজন যাত্রী এসেছিল। গতকাল বিকেল থেকেই যাত্রী কম।’
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে দায়িত্বে থাকা রুবেল বলেন, ‘আজ যাত্রী কম। গতকাল রাত থেকেই কম পাচ্ছি। আজকের ভোরের একটি গাড়ি বন্ধ রেখেছি।’
সোহাগ পরিবহণের কাউন্টারের দায়িত্বে থাকা সজিব বলেন, ‘যশোরের সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী কম। সকালের দুইটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।’
রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন বলেন, ‘যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি। বাস ঠিক সময়ে ছাড়বে কি–না, তা নিয়েও সন্দেহ আছে।’

নিজস্ব প্রতিবেদক