ধানের শীষ এই দেশের মানুষের মুক্তির প্রতীক : আফরোজা খানম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, ধানের শীষ শুধু নির্বাচনি চিহ্ন নয়। এটি এই দেশের মানুষের মুক্তির প্রতীক। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের হিজুলি এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না : আমান
বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি মানিকগঞ্জ-৩ আসনের প্রতিটি প্রান্তে ছুটে চলেছি। ধানের শীষের প্রতীক শুধু একটি নির্বাচনি চিহ্ন নয়—এটি এই দেশের মানুষের মুক্তির প্রতীক, ন্যায়ের প্রতীক, পরিবর্তনের প্রতীক।’
আরও পড়ুন : নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না, জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল
আফরোজা খানম জনগণের প্রতি আহ্বান জানান, ধানের শীষে ভোট দিয়ে দেশের সার্বিক উন্নয়নের যাত্রায় অংশ নিতে—যাতে জনগণের অধিকার ফিরে আসে, গণতন্ত্র ফিরে আসে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ