আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস
আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানীতে বাসসহ বেশ কয়েকটি গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
‘ক্ষমতার কি লোভ- ১ লাখ বেলুন নাকি বাসে আগুন’-শিরোনামে এক স্ট্যাটাসে তিনি লেখেন, গণহত্যা, গুম/খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজগতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে।
আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কী করে সমর্থন করে-এর মানে একটাই- এরাই ছিল সুবিধাভোগী আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ, নিরপরাধ নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক