হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে, যারা তার আদর্শের রাজনীতি করবে তাদের এনসিপিতে স্বাগতম। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজকে বিএনপির মধ্যে কোণঠাসা।
আজ সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। আর সেই আদেশ অবশ্যই ড. ইউনুসকে দিতে হবে। এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থী হয়ে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে তাদের দলে নিয়ে আমরা জোট করব।
এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির দেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।

শরীফুল ইসলাম, চাঁদপুর