নওগাঁর সীমান্তে ট্যাপেন্টাডলসহ ৩ চোরাকারবারী গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আজ শুক্রবার (৭ নভেম্বর) পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ও ৭ নভেম্বর মধ্যরাতে পৃথক পৃথকভাবে বস্তাবর এবং কালুপাড়া বিওপির সদস্যরা এই অভিযানগুলো পরিচালনা করেন। রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও সরঞ্জামাদিসহ এই তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চোরাকারবারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজনই নওগাঁ জেলার ধামইরহাট থানার বাসিন্দা। তারা হলেন—রুপনারায়নপুর গ্রামের জিয়ারুল হক (৪০), খাঁপুর গ্রামের রবিউল ইসলাম (৪২) ও ননপুকুর গ্রামের মৃত. আশরাফুলের ছেলে মো. আমিনুল (৩৫)।
বিজিবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া মালামালের মূল্য তিন লাখ আট হাজার ৬০০ টাকা। আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে তাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)