নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : এনটিভি
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপির মহাসচিব রাষ্ট্রদূতকে দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রস্তুতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

নিজস্ব প্রতিবেদক