সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তার সমর্থক ও নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা ও আশাশুনি এবং বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিপুল নারীপুরুষকে সমাবেশে অংশ নিতে দেখা যায়।
সকালে নলতা এলাকায় সড়ক অবরোধের কারণে সাতক্ষীরা–কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকে। দুপুরের দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা সাতক্ষীরা–৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা বলেন, প্রার্থী পরিবর্তনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ না হলে বিএনপি এ আসনে বিপাকে পড়বে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই সাতক্ষীরা–৩ আসনে মনোনয়ন বঞ্চনার ঘটনায় রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আফজাল হোসেন, সাতক্ষীরা (শ্যামনগর-কালীগঞ্জ-দেবহাটা)