সাভারে ৫ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা
সাভারে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে দুটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তার কলাতিয়াপাড়ায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার ও আশিক আহামেদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার জানান, বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে সাভারের সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সাভারের বায়ুমানের বার্ষিক গড় মাত্রা জাতীয় নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের এই দূষণকে ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এমন প্রেক্ষাপটে অনুমোদনবিহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইটসহ ইট তৈরির সরঞ্জাম বিনষ্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া দুটি আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি বিসিএম ও এমএইচবি নামক দুটি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সাভারে গড়ে ওঠা ১০৬টি ইটভাটা পর্যায়ক্রমে বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময় বিপুল পুলিশ, র্যাবের পাশাপাশি অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের কর্মীরাও।

                  
                                                  জাহিদুর রহমান