নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১২ দিন পর সাভারে ফজলে রাব্বি (২২) নামের এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার রাস্তার পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফজলে রাব্বি ওই এলাকার মৃত ছবদের খানের ছেলে।
আরও পড়ুন : ভাঙ্গায় কাশবন থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশের জঙ্গলের একটি বস্তা থেকে পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ ফজলে রাব্বির মরদেহ উদ্ধার করে। নিহত রাব্বি গত ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজ হওয়ার দুই দিন পর, গত ১৯ অক্টোবর তার পরিবার সাভার মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাব্বিকে হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে ওই জঙ্গলে ফেলে গেছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহিদুর রহমান