পঞ্চগড়ে বিপন্ন বনরুই উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৭ অক্টোবর) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনরুইটিকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝলইশাল শিরি ইউনিয়নের নতুনহাট এলাকায় স্থানীয়রা অসুস্থ অবস্থায় বনরুইটিকে দেখতে পান। তারা দ্রুত পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকর্মী শহীদুল ইসলামকে খবর দেন।
উদ্ধারকর্মী শহীদুল ইসলাম জানান, বনরুইটি কিছুটা অসুস্থ অবস্থায় ছিল। তিনি রাতেই সেটির প্রাথমিক চিকিৎসা করেন এবং মঙ্গলবার দুপুরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করেন। হস্তান্তরের পর বনবিভাগের কর্মকর্তারা মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাণীটিকে দেবীগঞ্জ উপজেলা ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম গণমাধ্যমকে বলেন, বনরুই বাংলাদেশে একটি মহাবিপন্ন দুর্লভ প্রাণী। স্থানীয়রা দেখতে পাওয়ার পর বন্যপ্রাণী সংরক্ষণ স্বেচ্ছাসেবীরা এটিকে উদ্ধার করে আমাদের খবর দেন। প্রাণীটির উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য এটিকে আগারগাঁও বন ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বন্যপ্রাণী নিরাপত্তা অঞ্চলে এর সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)