অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি : আমীর খসরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ক্ষমতায় গেলে বিএনপি অর্থনীতির নতুন মডেল করবে।’ আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ৩১ দফা বিএনপির কমিটমেন্ট। কেউ ঐকমত্য হোক বা না হোক বিএনপি বাস্তবায়ন করবে। নির্বাচনি জোটের শরীকদের পছন্দ মতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।
পলিসি মেকিং আমলাদের কাজ না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা সংশ্লিষ্ট তাদের দিয়ে করতে হবে। মূল অর্থনৈতিক পরিকল্পনায় নতুন অর্থনৈতিক মডেল প্রস্তুত করতে হবে। সবার অংশগ্রহণ থাকতে হবে। সবার সুযোগ থাকতে হবে। গণতান্ত্রিক অর্থনীতির প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি। তৃণমূলের অর্থনীতির কারিগরদের ওপর বিনিয়োগ করতে হবে।’
আরও পড়ুন : নির্বাচনে বৃহৎ জোটের পরিকল্পনা বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করা হবে। সেখানে সব রকম খেলাধুলা হবে। ঢাকায় বড় থিয়েটার ডিস্ট্রিক্ট করা হবে। সেখানে শিল্পীরা কাজ করবে। বিনিয়োগ আনতে হলে পরিবেশ সৃষ্টি করতে হবে। বিডাতে বেসরকারি লোকজন থাকতে হবে।
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ওয়াচ ডগ হিসেবে কাজ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। রাজনৈতিক দল সরকার চালায় না, সরকার চালায় প্রতিষ্ঠান। মানুষের জন্য সরকার চালাতে চাইলে প্রতিষ্ঠানগুলো স্বাধীন করতে হবে।
আমীর খসরু বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি তাই ব্যাংক শেয়ারবাজারে লুটপাট হয়নি। বড় প্ল্যান নিয়ে আমরা আসতেছি। ব্যাংকিং ডিভিশন থাকবে না।’
অনুষ্ঠান থেকে বের হলে সাংবাদিকরা বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৮ অক্টোবর লগি-বৈঠা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যখন গণতন্ত্র আছে, আগামীতে থাকবে, দাবি দাওয়া নিয়ে জনগণের কাছে যাওয়া ভালো।
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা আনতে হবে। অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে। তার মতের প্রতি সম্মান জানাতে হবে।
আরও পড়ুন : মনোনয়ন নিয়ে বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ তারেক রহমানের
শান্তিপূর্ণ মনোভাব রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, কারও কোনো দাবি-দাওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো। এটাই গণতান্ত্রের নিয়ম। গণতান্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গেছি। দেশে যখন গণতন্ত্র আছে, থাকবে আগামীতে, আমাদের দাবি দাওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে।
অ্যাকশন-এইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী এই সামিট যৌথভাবে আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ইনোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)