সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন : নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রেস সচিব
আখতার আহমেদ বলেন, মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এতে মোট ভোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
আরও পড়ুন : ভালো নির্বাচন করা ছাড়া ইসির কোনো বিকল্প নেই : আব্দুর রহমানেল মাছউদ
নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।
আরও পড়ুন : স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : ফারুক
এনসিপির প্রতীক ইস্যুতে আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও কোনো তথ্য আসেনি। যা আসেনি তা নিয়ে কথা বলা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক