‘উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ’
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের (নভেম্বর) মধ্যে করতে চাই।
আরও পড়ুন : ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন’
যেসব পত্রিকা ছাপা হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি, সাংবাদিকতা সুরক্ষা আইন শিগগিরই কেবিনেটে তুলতে পারব। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করে রেখে যাব। যেসব পত্রিকা ছাপা হয় না, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আরও পড়ুন : উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : মাহফুজ আলম
সাংবাদিকদের ন্যূনতম বেতন এক সপ্তাহের মধ্যে নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন : অরাজনৈতিক মনে হলেও এটা রাজনৈতিক সরকার : তথ্য উপদেষ্টা
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক