ব্রাহ্মণবাড়িয়ায় ‘পূর্ব শত্রুতার জেরে’ বসতঘরে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, এই ঘটনায় স্বর্ণালংকার, ফ্রিজ, টেলিভিশন, গবাদিপশু, আসবাবপত্র ও নগদ অর্থসহ তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টাকালে বাড়ির মালিক আহত হয়েছেন এবং অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিনটি গরু ও শতাধিক হাঁস-মুরগি মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রৌশন আলী মালির বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রান্নাঘর ও গরুর ঘরসহ অন্যান্য বসতঘরে। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগেই ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
তবে ভুক্তভোগী রৌশন আলীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে দুর্ঘটনা নয় বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তারা একই গ্রামের আলী আজম, উসন আলী, রফিক মিয়া, মাহবুব রহমান, মোবারক, জসিম মিয়া ও কামালকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছেন।
অন্যদিকে অভিযুক্তদের মধ্যে মাহবুব রহমান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমরা বরং আগুন নেভানোর কাজেই অংশ নিয়েছি।
বিজয়নগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়াসি আজাদ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে থাকতে পারে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। তদন্তের পরেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)