সিরাজদীখানে লালনসাঁই বটতলায় দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত
ফকির লালন সাঁইজীর জীবন দর্শন, মানবপ্রেম ও লালনগীতির মর্মবাণীকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দিনব্যাপী এক বর্ণাঢ্য সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। লালন সাঁইজীর ১৩৫তম তিরোধান উপলক্ষে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া পদ্মহেম ধাম লালনসাঁই বটতলায় এই সাধুসঙ্গ শুরু হয়।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। দিনব্যাপী এই সাধুসঙ্গে লালন জীবনী, দর্শন ও সাধনাবিষয়ক বয়ানসহ মনোমুগ্ধকর লালনগীতি পরিবেশন করেন দেশের বরেণ্য বাউল শিল্পীরা। গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করেন পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মণ্ডল ও এলিজা পুতুলসহ অনেকে।
উদ্বোধক আফজাল হোসেন বলেন, ‘নিজের বোধটাই সবচেয়ে বড় কথা। লালনের গান কেবল সংগীত নয়, এটি এক গভীর চেতনার বাহন। যেমন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে—এই গানটি প্রত্যেকে নিজের মতো করে উপলব্ধি করে। আসলে প্রশ্নটা হলো, আমি কত দিনে যোগ্য হয়ে উঠব আমার মনের মানুষের উপযুক্ত হতে? তাই নিজের বিশ্বাস ও বোধটাই আসল, যা মানুষকে সুন্দর পথে এগিয়ে দেয়।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন বলেন, ‘মানবতার বাহক সর্বপ্রাণ লালন সাঁইজীর আদর্শই আমাদের মূল শক্তি। সত্য বল সুপথে চল ওরে আমার মন—লালন সাঁইজীর এই বাণীর ওপর ভিত্তি করেই আমাদের আশ্রম পরিচালিত হচ্ছে। সাঁইজীর কৃপায় ভবিষ্যতেও এই সাধুসঙ্গ অব্যাহত থাকবে।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ