মেহেরপুরের উন্নয়নে এনসিপির ১৩ দফা কর্মসূচি ঘোষণা
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মেহেরপুরে ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা করেছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই সভা থেকে জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মুজাহিদুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং একটি শিক্ষিত, স্বাস্থ্যবান, কর্মমুখী ও মাদকমুক্ত মেহেরপুর গড়ে তোলাই এনসিপির প্রধান লক্ষ্য।
মেহেরপুরের উন্নয়নে এনসিপির ঘোষিত ১৩ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যুব সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি, নারীর উন্নয়ন ও কর্মসংস্থান, রেল যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা, দুর্নীতি দমন ও সুশাসন, মেহেরপুর পার্লামেন্ট গঠন ইত্যাদি।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর