ঝালকাঠি পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার সকালে শহরের শীতলাখোলা এলাকা থেকে অভিযান শুরু হয়। এরপর পোস্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন স্থানের অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার এবং উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা।
পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে কিছু ব্যবসায়ী রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি জানান, অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)