বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোমস্তাপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ সোমবার তার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বদরুল ইসলাম। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদরুল ইসলাম (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তার দোকানের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বদরুল গোমস্তাপুর সদর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে বদরুল ইসলাম তার নিজের দোকানের ভেতরে একটি অটোভ্যান চার্জ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দোকান বন্ধ থাকায় বিষয়টি কেউ জানে নি। আজ সকালে অটোভ্যানের মালিক এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।