বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে!
 
কক্সবাজারের টেকনাফে পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরা অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফের শালবাগান পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গা যুবক ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছে, বোরকা পরে বাঙালি সাজ সেজে সে অপহরণের জন্য বের হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ক্যাম্পে ঢোকার জন্য সে বোরকা ও পায়ে মোজা পরে এই অভিনব কৌশল অবলম্বন করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে এলোমেলো কথাবার্তা বলতে শুরু করে। পরে আমরা জানতে পারি, বোরকা পরা কেউ মেয়ে নয়, সে আসলে একজন ছেলে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিল।
আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 
                   নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
                                                  নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
               
 
 
 
