শিক্ষিকা মাহরিনের সমাধিতে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধা
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিন চৌধুরীর পারিবারিক সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মাহরিনের আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং মাহরিন চৌধুরীর পরিবারের সদস্যরা।
গত ২১ জুলাই ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে সাহসিকতার পরিচয় দেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। ধোঁয়া ও আগুন উপেক্ষা করে তিনি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার পর তিনি মারা যান। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানান। পরদিন মঙ্গলবার তাঁকে নিজ বাড়ি জলঢাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী