হত্যা মামলায় ইনু-পলককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
রাজধানীর হাতিরঝিল থানার রমজান মিয়া হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশ নেন। সেই মিছিল দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলিবর্ষণ করে। সেদিন সকাল ১০টার দিকে বুকে গুলিবিদ্ধ হন তিনি।
পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে সেখানে যাওয়ার পথে ওইদিন দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া গত ২১ আগস্ট রাজধানীর হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক