কৃষক সেজে আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
 
          বগুড়ার শিবগঞ্জে কৃষক সেজে আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ।        
          বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুর আলম ধানক্ষেতে কৃষক সেজে অপেক্ষা করছিলেন আসামির। আসামিকে চিহ্নিত করার পর তাকে গ্রেপ্তার করেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলু মিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের বাসিন্দা। তিনি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
                   খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
                                                  খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
               
 
 
 
