জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সে হিসেবে আগামী ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। এদিন দেশটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ বুধবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওসব দেশে ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
অন্যদিকে পাকিস্তান, মালয়েশিয়া ও ব্রুনাই একদিন পিছিয়ে বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পালনের তারিখ ঘোষণা করেছে।
এদিকে গতকাল মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি জানায়, দেশটির আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
মালয়েশিয়া ও ব্রুনাই কর্তৃপক্ষ জানায়, দেশ দুটিতে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

এনটিভি অনলাইন ডেস্ক